Adsterra CPM low কি করতে পারি?

 আসসালামু আলাইকুম,


আজকে কিছু প্রশ্নের উত্তর দিবো। প্রশ্ন হলো ট্রাফিক আছে কিন্তু Cpm নেই এর কারন কি?


আমি যেই কথা গুলো বলবো আপনাকে যে করতেই হবে তা নয় আপনি জেনে রাখতে পারেন এবং কথা গুলা ফলো করলে ফলাফল পাবেন। 

 প্রশ্ন ১: Adsterra Cpm Low তাই আমি কি করতে পারেন?

Adsterra CPM Low হয় তার করন হচ্ছে প্রিমিয়াম কান্ট্রি থেকে ট্রাফিক না আসা। আপনি যেই টপিক এই কাজ করেন না কেন সব টপিকই বড় বড় দেশে চলেই আপনি বাংলাদেশের ট্রাফিক না ধরে বড় বড় কান্ট্রির টাফিক ধরতে পারেন।

 প্রশ্ন ২ : ট্রাফিক প্রিমিয়াম কান্ট্রির কিন্তু Cpm Low। 

এই কথাটা সবাই বলতে পারে না শুধু তারাই পারে যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে। মানে এর করন হচ্ছে তারা অনেক অনেক এড শো করায়। ১ জন ভিজিটর আসলেই সে ১০-১২ টা ইম্প্রেশন পায় তাই তারা অনেক অনেক এড শো করায় এখানেই তারা ভুল করে কারন ওয়েবসাইটএ Cpm ধরা হয় ক্লিক CTR এর উপর যত CTR বাড়বে তত ইনকাম বাড়বে। এর জন্য শুধু সোশ্যালবার এবং পপোন্ডা এড শো করাবেন। অনেকে বলতে পারেন CTR রেট বেড়ে গেলে একাউন্ট এর কোন সমস্যা হবে কিনা, না CTR ১০০% হলেও কোন সমস্যা নেই আমার কথা বিশ্বাস না হলে Adsterra কে বলতে পারেন। 

প্রশ্ন ৩ : কোথায় ট্রাফিক নিলে ভালো হয় ওয়েবসাইট নাকি ডিরেক্ট 
লিংকে? 

এখানেই হচ্ছে আসল কথা। আপনি ব্লগার এর ওয়েবসাইট এ ট্রাফিক নেওয়ার কোন কারন নেই কারন  ব্লগার এ যেই ট্রাফিক একবার আসবে সেই ট্রাফিক দ্বিতীয় বার একা একা আসার কোন চান্সই নেই। তাহলে কি লাভ ব্লগার এ ট্রাফিক নিয়ে বাদ দিয়ে দিন ব্লগার এ ট্রাফিক নেওয়া। আপনি ডিরেক্ট লিংকে ট্রাফিক নেন সেটাই আপনার পক্ষে ভালো হবে।  আর যদি আপনি পেইড ডোমেইন দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে বা অন্য কোন হোস্টিং দিয়ে ওয়েবসাইট চালান তা হলে একটা প্লাগিন আছে পুশ নোটিফিকেশন এই প্লাগিন ধারা আগের ভিজিটর আবার ফিরেয়ে আনা সম্ভব নতুন পস্ট করলে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই এটা তুলনামূলক একটু ভালো। 



আসা করি এই টেকনিক গুলো ফলো করলে আপনার সমস্যার সমাধান পাবেন। আর যদি কিছু বলার থাকে কমেন্ট করুন ইনশাআল্লাহ উত্তর পাবেন। আর যদি নতুন কিছু শিখে থাকেন তা হলে ভালো কিছু কমেন্টে করে যাবেন। 




Post a Comment

Previous Post Next Post